Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 ইমাম প্রশিক্ষণ একাডেমী ইসলামিক ফাউন্ডেশন এর একটি প্রতিষ্ঠান।

                                                                       

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদানের সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র/আবেদন ফরম প্রাপ্তিস্থান

সেবা মূল্য এবং পরিশোধ পদ্ধতি(যদি থাকে)

শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্কমর্তার পদবি,রুম নম্বর,জেলা/উপজেলার কোডসহ অফিসিয়াল টেলিফোন ও ইমেইল   

উর্ধ্বতন কর্কমর্তার পদবি,রুম 

নম্বর,জেলা/উপজেলার কোডসহ অফিসিয়াল টেলিফোন ও ইমেইল   

১ . 

 নিয়মিত ইমাম প্রশিক্ষণ

৪৫ দিন

 

১.শিক্ষাগত যোগ্যতার সনদ

২. জাতীয় পরিচয় পত্র

৩.চেয়ারম্যান/কমিশনার কর্তৃক 

নগিরিকত্ব সনদ

৪. পাসপোট© সাইজের ছবি

৫. মসজিদের ছুটি

স্বহস্তে আবেদন

বিনামূল্যে বরং দৈনিক ভাতা দেয়া হয় ।

জনাব ফরিদ উদ্দিন আহমেদ

উপ-পরিচালক

মোবাইল : ০১৭১৫-০৩৫৯০০

ফোন (অফিস) :  ০৮২১- ৭২২৩৪০

ইমেইল :

 faridimamtraining@yahoo.com

 

জালাল আহমদ

পরিচালক

মোবাইল : ০১৯১৪৭৫৭৯৪৯

ফোন (অফিস) : ০২-৮১৮১৫৩১

ইমেইল 

dir.ita@islamicfoundation.gov.bd

 

২.  

 

 রিফ্রেসার প্রশিক্ষণ

০৫ দিন

৩.  

 ইমাম,মাদ্রাসা ছাত্র ও বেকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ 

 ৬০ দিন

৪.

 

এটুআই প্রোগ্রামের আওতায় ইলেকট্রিক্যাল হাউজ ওয়া্রিং প্রশিক্ষণ 

 ০২ দিন

 

১.    ইমাম প্রশিক্ষণ একাডেমীর কেন্দ্রসমূহ 
(১) সিলেট
(২) ঢাকা
(৩) চট্টগ্রাম
(৪) রাজশাহী
(৫) খুলনা
(৬) দিনাজপুর
(৭) বরিশাল

 

২. ইমাম প্রশিক্ষণ একাডেমীর লক্ষ্য ও উদ্দেশ্য
(১) মসজিদে নববীর অনুকরণে বাংলাদেশের মসজিদসমূহকে
ইসলামের শিক্ষা,আদর্শ প্রচার ও প্রসার এবং আর্থ-সামাজিক
উন্নয়ন কর্মকাণ্ডের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করা এবং প্রশিক্ষণের
মাধ্যমে ইমামদেরকে যোগ্য নেতা হিসাবে গড়ে তোলা।
(২) স্বাস্থ্য,কৃষি ও বনায়ন,পশুপাখি ও হাঁস-মুরগি পালন,গণশিক্ষা,
প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও প্রাথমিক চিকিৎসা,মাছ চাষ ও পরিবার
কল্যাণের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্নিত করার লক্ষ্যে
ইমামদের প্রশিক্ষণ প্রদান করা।
(৩ ) নিরক্ষরতা দূরীকরণের মাধ্যমে শিক্ষার উন্নয়ন,স্বাস্থ্য পরিচর্যা ও
প্রাথমিক চিকিৎসা,পুিষ্টকর সুষম খাদ্যভ্যাস,পরিবেশ
সংরক্ষণ,আর্সেনিক দূষণের ভয়াবহতা,নিরাপদ ও বিশুদ্ধ পানির
ব্যবহার,বিজ্ঞানসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা,প্রজনন স্বাস্থ্য তথা
নিরাপদ মাতৃত্ব ,গর্ভবতী মা ও শিশু পরিচর্যা, দারিদ্র দূরীকরণ
ও আতœ-কর্মসংস্থান,সন্ত্রাস প্রতিরোধ ও মাদকাসক্তি নিরোধ,
নৈতিক অবক্ষয় রোধ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, সুন্দর
পরিবার ও সুশীল সমাজ গঠন,সামাজিক সৌহার্দ্য ও সম্প্রীতি
প্রতিষ্ঠা এবং নারীর ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনার্থে মসজিদের
      ইমামগণকে যোগ্য পরামর্শদাতা হিসেবে গড়ে তোলা।  

 

৩. প্রশিক্ষণোত্তর কার্যক্রম

(১) প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য  
পরিচর্যা বিষয়ে পরামর্শ প্রদান ;
(২) পশুপালন ও মৎস্য চাষ ;
(৩) কৃষি, নার্সারী ও বনায়ন ;
(৪) স্বাস্থ্য সম্মত পয়ঃনিষ্কাশন ও
নিরাপদ পানি সম্পর্কে
সচেতনতা সৃষ্টি ;
(৫) পরিবার কল্যাণ সম্পর্কে
উদ্বুদ্ধকরণ ;
(৬) মক্তব ও মসজিদভিত্তিক শিশু ও
গণশিক্ষার মাধ্যমে নিরক্ষরতা
দূরীকরণ ;
(৭) তথ্য প্রযুক্তির ব্যবহার ও
উদ্ধুদ্ধকরণ ;
(৮) মানবাধিকার ও মৌলিক
অধিকার সংরক্ষণ ;
(৯) সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা পালন;
(১০) মানব পাচার প্রতিরোধে অংশ
গ্রহণ ;
(১১) যৌতুকবিহীন বিয়ে পড়ানো ও
দুর্নীতিমূক্ত সমাজ গঠন ;
(১২) মাদকমূক্ত সমাজ গঠন ;
(১৩) জঙ্গীবাদ ও সন্ত্রাসমুক্ত সমাজ
গঠনে কার্যকর ভূমিকা রাখা
        ইত্যাদি।


৪. ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেট এর আওতাধীন জেলাসমূহ :
(১) সিলেট
(২) সুনামগঞ্জ
(৩) হবিগঞ্জ
(৪) মৌলভীবাজার
(৫) বি-বাড়ীয়া
(৬) নরসিংদী
(৭) কিশোরগঞ্জ


৫. প্রশিক্ষণের বিষয়সমূহ
(১) ইসলামিয়াত ; (২) প্রাথমিক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ;( ৩) প্রাক-প্রাথমিক,প্রাথমিক ও গণশিক্ষা ; (৪) কৃষি ও বনায়ন ; (৫) প্রাণী সম্পদ পালন ও মৎস্য চাষ ; (৬) বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি ; (৭) পরিবেশ ও সামাজিক উন্নয়ন ; (৮) বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি ;( ৯) ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম ও পরিচিতি।
 

৬. প্রশিক্ষণের মেয়াদ
ক্রম বিষয় মেয়াদ
(১) নিয়মিত ইমাম প্রশিক্ষণ ৪৫ দিন
(২) রিফ্রেসার প্রশিক্ষণ ৫ দিন
(৩)    ইমাম,মাদ্রাসা ছাত্র ও বেকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ    ৬০ দিন


 ৭. অন্যান্য প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় প্রশিক্ষণসমূহ
ক্রম বিষয় মেয়াদ
(১) মানবসম্পদ প্রশিক্ষণ ৫ দিন
(২) কম্পিউটার প্রশিক্ষণ ৬০দিন
(৩) দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ১ দিন
(৪) ম্যারিজ রেজিস্ট্রার প্রশিক্ষণ ২ দিন
(৫) পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও মানবাধিকার ৩ দিন
(৬) নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ২ দিন
(৭)    নিরাপদ অভিবাসন     ২ দিন


৮. নিয়মিত ইমাম প্রশিক্ষণে ভর্তির যোগ্যতা
(১) বয়স সীমা ঃ ২০ থেকে ৫০ বছর।
(২) শিক্ষাগত যোগ্যতা ঃ দাখিল অথবা সমমান । হাফিজে কুরআন ও
ক্বারীদের ক্ষেত্রে বাংলায় ভাল জ্ঞান থাকতে হবে।
(৩) ভর্তির জন্য যোগাযোগ ঃ ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট জেলা কার্যালয়ে
     যোগাযোগ করতে হবে।  

 

 ৯. রিফ্রেসার কোর্সে ভর্তির নিয়মাবলী
নিয়মিত প্রশিক্ষণ গ্রহণের ন্যূনপক্ষে ১ বছর পর
      রিফ্রেসার কোর্সে ভর্তির জন্য আবেদন করা যায়।